পুরুলিয়া-বাঁকুড়া |
ইঞ্জিনিয়ারদের উপরে হামলায় ধৃত তিন | নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: তাপবিদ্যুৎ প্রকল্পের ‘ওয়াটার করিডর’-এর কাজ করানোর সময় ডিভিসি-র ইঞ্জিনিয়ারদের উপরে হামলার ঘটনায় পুলিশ যে কড়া পদক্ষেপ করবে, সেই ইঙ্গিত মিলেছিল ঘটনার পরেই। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত পাঁচ জনের মধ্যে তিন জনকে ধরল পুলিশ। সোমবার বিকালে নিতুড়িয়া থানার রায়বাঁধ এলাকায় ‘ওয়াটার করিডর’-এর মাটি কাটার সময়ে স্থানীয় কিছু বাসিন্দা কাজে বাধা দেন। |
|
সৈনিক স্কুল থেকেই উড়ান |
প্রশান্ত পাল, পুরুলিয়া: ঠিক এক বছর আগে এসেছিলেন। আবারও আসবেন বলে জানিয়েছেন। তার আগেই প্রাক্তন ছাত্রের সম্মানে বর্ষবরণের রাতে খুশিতে মাতল পুরুলিয়া সৈনিক স্কুল। মঙ্গলবারই দেশের নতুন বায়ুসেনা-প্রধান হয়েছেন এই স্কুলের প্রাক্তনী অরূপ রাহা। তাই আক্ষরিক অর্থেই খুশির বাতাবরন স্কুলে। | |
|
শিউলিবোনা টানছে পর্যটকদেরও | জলাধারে নৌকাডুবি, মৃত ১, তিন জন নিখোঁজ |
|
টুকরো খবর |
|
বীরভূম |
মারধরে মৃত্যুর অভিযোগ, অবরোধ খয়রাশোলে |
| নিজস্ব সংবাদদাতা, খয়রাশোল: নাবালক ছেলেমেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পড়শি দু’টি গ্রামের দুই পরিবারে ঝামেলা। অভিযোগ, সেই ঝামেলা মেটাতে গিয়ে মেয়ের বাড়ির লোকেদের মারে মারাত্মক জখম হন ছেলের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় মৃতদেহ রেখে ঘণ্টা দু’য়েক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। |
|
ঋতুপর্ণ ঘোষ ও মান্না দে স্মরণে হচ্ছে মঞ্চ |
|
টুকরো খবর |
|
|
|
|
চিত্র সংবাদ |
|
|
No comments:
Post a Comment